বাঁশখালী উপজেলার ১১নং পুইছড়ি ইউনিয়নের ক্রীড়া বিষয়ক সংগঠন পুর্ব পুইছড়ি স্টুডেন্ট ক্লাবের ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব পুইছড়ি মিয়া মার্কেট সংলগ্ন মাঠে ৮টি খেলা অতিবাহিত করে বিকাল ৩ টায় দুই শক্তিশালী দল পূর্ব পুইছড়ি লায়ন ক্লাব বনাম সুপার স্টার ক্লাবের ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে সুপার স্টার ক্লাব ৩ গোলে চ্যাম্পিশনশীপ অর্জন করে।
এতে দুইপক্ষের রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন, আরমান পারবেজ। সাইট রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন আব্দুর রহিম এবং রমিজ উদ্দিন। খেলা পরিচালনা কমিটির পক্ষে, আশেক এলাহী, আব্দুর ছফুর, ছরওয়ার ও ভাষ্যকার হিসেবে দায়িত্বে ছিলেন, তৌহিদুল ইসলাম ও ইনছানুর রহমান ভুট্টো।
খেলার প্রধান অতিথি ছিলেন পূর্ব পুইছড়ি কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী শফিউল কাদের চৌধুরী খোকন।
উপস্থিত ছিলেন একুশে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক, শামিম উল্লাহ আদিল, পুর্ব পুইছড়ি জ্ঞানচর্চা পাঠাগার কার্যকরী সদস্য, শাহাদাত হোসাইন, বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সেক্রেটারী, রোকসানা লোকমান, আব্দুর ছবুর, শাহিন চৌধুরী, আশিকুল ইসলাম চৌধুরী রানা, নাহিন চৌধুরী, জমির উদ্দিন, আবুল কাশেম, শাহাব উদ্দিন, সজীব দাশ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি