সাইফুল ইসলাম: সম্প্রতি মুক্তি পেলো বাঁশখালীর কৃতি শিল্পী সালাউদ্দীন কাদের মানিকের পাঁচটি গান। নিজের কথা ও সুরে গাওয়া গানগুলো ইতোমধ্যে শ্রোতামহলে আশানুরূপ সাড়া ফেলেছে।
ঈদুল ফিতর উপলক্ষে গাওয়া গানগুলোর শিরোনাম হলো- আমার ভাগ্য চাকা ঘুরছে নাকি, ও মাইয়্যা, তুমি এতো বিবেকহীনা, দেখো সুখের পাখি এবং সন্ধ্যাবেলায় সাগর পাড়ে।
জনপ্রিয় ভিডিও শেয়ার মাধ্যম ইউটিউবে এ সব গান মুক্তি পেয়েছে। খুব শিগগির এগুলোর মিউজিক ভিডিও এলবাম বাজারে আসবে বলে জানিয়েছেন শিল্পী মানিক।
বাঁশখালী থানার অন্তর্গত সরল গ্রামের সম্ভ্রান্ত পরিবারের ছেলে মোঃ সালাউদ্দিন কাদের মানিক। তিনি ২৮-০২-১৯৮৫ ইং তারিখে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম হাজি জমির উদ্দিন চৌধুরী। তিনি পশ্চিম বাঁশখালীর জমিদার মরহুম হাজি নবাব আলী চৌধুরীর ৫ম কন্যার ছেলে। এই বিষয়ে বাঁশখালী টাইমসের সাথে আলাপকালে তিনি বলেন — আমার মনের মাধুর্য দিয়ে গানগুলোর কথা ও সুর করেছি। প্রায় ২০০১ সাল হতে গানের প্রতি আমার মন ছুটে বেড়ায়। তখন থেকে আমি গান লেখা শুরু করি। আশাকরি গানগুলো দর্শক – শ্রোতার ভাল লাগবে। দর্শকের মনে স্থান পেলেই আমার গান গাওয়ার স্বার্থকতা। আগামী ঈদুল আযহা উপলক্ষে গান গুলোর মিউজিক ভিডিও করার চিন্তা করেছি। সবার কাছে দোয়াই কাম্য”।
বর্তমানে তিনি চট্টগ্রাম আইন কলেজ থেকে এল. এল. বি. পাস করে ব্র্যাক ব্যাংক লিমিটেড একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তাঁহার গানগুলো পেতে ভিজিট করুন — https://youtu.be/pkNW43GTI9Q অথবা s.k. manik lyrics vedio .