বীর মুক্তিযোদ্ধা কে.এম. ছমিউদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ-কমান্ডার ও উপজেলা শিক্ষক সমিতির সাবেক সেক্রেটারী স্বপন কুমার ভট্টাচার্য্যরে শোকসভা, প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান ১৮ জুন বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম. ইখতিয়ারউদ্দীন আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক লে. কর্ণেল (অব.) তপন মিত্র চৌধুরী, প্রধান আলোচক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক মো. খোরশেদ আলম। মাস্টার প্রেমানন্দ চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক হিমাংশু বিমল ভট্টাচার্য্য, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ-কমান্ডার (অর্থ) মো. আব্দুর রাজ্জাক, বাঁশখালী শিক্ষক সমিতির সাবেক সভাপতি গোলামুর রহমান, অধ্যাপক শহীদউদ্দীন চৌধুরী, অধ্যাপক মাহমুদুল হক চৌধুরী, প্রধান শিক্ষক হৃষিকেশ ভট্টাচার্য্য, বাণীগ্রাম স্কুল প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য শান্তনু রায় সুজন, অধ্যাপক তুষার কান্তি ভারতী, স্বপন ভট্টাচার্য্যরে পরিবারের পক্ষে কন্যা মিশু ভট্টাচার্য্য, বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন চৌধুরী, আহমদ ছাফা, আজিমুল ইসলাম ভেদু, মাস্টার আব্বাস উদ্দীন আহমদ, সমাজসেবক সুরথ কুমার চৌধুরী, অ্যাড. শওকত আউয়াল চৌধুরী, প্রধান শিক্ষিকা মহিমা বেগম, ইউপি সদস্য করুণাময় ভট্টাচার্য্য, আজিজুল হক, পার্বতী দে ও মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল্লাহ আল মামুন (রাশেদ) প্রমুখ, ধন্যবাদ বক্তব্য রাখেন কে.এম. সালাহ্উদ্দীন কামাল।
শোকসভায় আলোচকরা বলেন স্বপন কুমার ভট্টাচার্য্যরে মৃত্যুতে বাঁশখালীবাসী একজন প্রগতিমনা, অসাম্প্রদায়িক ব্যক্তিকে হারালো, এ ক্ষতি অপূরণীয়।
প্রেস বিজ্ঞপ্তি