একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার ভট্টাচার্য্য আর নেই। তিনি আজ বিকেল ৪টা ১০ মিনিটে নগরীর ম্যাক্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল বাণীগ্রামস্থ নিজ বাড়িতে সকাল ১০ টায় তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে।
উল্লেখ্য- বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার ভট্টাচার্য্য বাঁশখালী উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা সংসদের সহ-কমান্ডার, কালিপুর নাছেরা খাতুন আর. কে বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (অবঃ), বাণীগ্রাম-সাধনপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান ছিলেন।
প্রগতিশীল এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদ, বাণীগ্রাম-সাধনপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ, বাণীগ্রাম-সাধনপুর উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন কমিটিসহ বিভিন্ন সংগঠন, ব্যাক্তি গভীর শোক প্রকাশ করেছেন।