
মুক্তিযোদ্ধা সোনার ছেলে
আরকানুল ইসলাম
একাত্তরে দীর্ঘ ন’মাস করল যারা যুদ্ধ
সারাদেশে তাদের চেয়ে আছে ক’জন শুদ্ধ?
স্বজন ছেড়ে গিয়েছিল যারা দেশের জন্য
দেশ জেতাতে হয়েছিল মুক্তিকামী সৈন্য।
অস্ত্র হাতে হানাদারের ওপর আঘাত হানলো
নিজের জানকে বাজি রেখে দেশ জিতিয়ে আনলো।
কিন্তু তারা আজকে দেশে পায় না কদর ঠিক তো
অভাব-অনটনে কাটে, শূণ্য হাতে রিক্ত!
কেউবা চালায় রিকশা-মোটর, কেউবা করে ভিক্ষা
মহান মুক্তিযুদ্ধ তবে এই কি দিলো শিক্ষা?
কান্না আসে দু’চোখজুড়ে দেখলে এমন দৃশ্য
যারা দেশের মানিক-রতন আজকে তারাই নিঃস্ব!
আবার যাদের বয়স ছিল যুদ্ধের উপযুক্ত
তারাই তখন যুদ্ধে যায়নি, ঘরেই ছিল মুক্ত!
এখন তারা করছে দাবি নিজকে মুক্তিযোদ্ধা
তখন তারা কী করেছে জানে জাতি-বোদ্ধা!
এদের ধরে দেয় না কেন কঠিনরকম শাস্তি?
কোন সাহসে করছে তারা দেশকে নিয়ে মাস্তি!
ধান্ধাবাজের বান্দা ভুয়া, স্বস্তি না-পায় চিত্তে।
মুক্তিযোদ্ধা সোনার ছেলে আর বাকি সব মিথ্যে।
লেখক: ঔপন্যাসিক ও ছড়াকার