মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বীরমুক্তিযোদ্ধা মাস্টার সুলতান আহমদ স্মৃতি পরিষদ কতৃর্ক আয়োজিত নাইট অলিম্পিক গোল্ড কাপ ফুটবলের শুভ উদ্বোধন আজ বুধবার (১৫ জানুয়ারী) রাত ৯ টায় বাঁশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের উত্তর জলদী মিয়ার বাজারের উত্তর পার্শ্বে নেয়াজর পাড়াস্থ এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী ম্যাচে অংশ নেন পৌরসভা ফাইভ স্টার লিজেন্ড ও পশ্চিম চাম্বল যুব উন্নয়ন সমবায় সমিতি ক্লাব।
নাইট অলিম্পিক গোল্ড কাপ ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, বাঁশখালী আইনজিবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এস এম তোফাইল বিন হোসাইন।
অতিথি ছিলেন বাঁশখালী সরকারী আলাওল কলেজের অধ্যাপক এনামুল হক জামালী, নুরুল কাদের, পৌরসভা যুবলীগ নেতা মোঃ শাহেদ, মোঃ মিজান, পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাব উদ্দীন রবিন, সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহের।
আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মরহুম মাস্টার সুলতান আহমদ স্মৃতি পরিষদের উপদেষ্টা মাঈনুদ্দিন রিপন বাবু, আলিম নেওয়াজ মাসুদ, মোঃ কায়ছার, মোঃ কানন, মোঃ সাহেদ, মোঃ মিজান, মোঃ অভি,
প্রমি, জয়নাল, নাদের, মেহেদী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট তোফাইল বিন হোসাইন বলেন- খেলাধুলা মানব জীবনের জন্য অন্যতম একটি বিনোদনের মাধ্যম। সুস্থমন মানসিকতার জন্য খেলাধুলার মতো বিনোদনের কোন বিকল্প নাই। স্থানীয় বিভিন্ন খেলাধুলায় পরস্পরের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠে। বিশেষ করে তরুণ সমাজ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে মুক্ত থাকে।