বাঁশখালী টাইমস: আজ ১৪ এপ্রিল ১লা বৈশাখ বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, চট্টগ্রাম মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ(রেজিষ্টার্ড) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ,পূর্ব বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মান্নানের ৭ম মৃত্যুবার্ষিকী ।
এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে অনাড়ম্বর কর্মসূচী পালিত হবে। প্রাকৃতিক বিশেষ পরিস্থিতি বিবেচনায় মসজিদে খতমে কোআন-দোয়া মাহফিল, কবর জেয়ারত ও গরীব অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সংক্ষিপ্ত আকারে পালিত হবে।
২০১৩ সালের এইদিনে বি.এল.এফ (মুজিব বাহিনী)র অন্যতম গেরিলা কমান্ডার ৭১’র বীর সেনানী মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মাত্র ৬৫ বছর বয়সে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, তাঁর রেখে যাওয়া ৩ সন্তানের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাউদ্দিন সাকিব সবার বড়। তিনি পরিবারের পক্ষ হতে মরহুম আবদুল মান্নানের আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।