কাথরিয়া প্রতিনিধি: আজ সকাল ১০ টায় কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা আবু জাহের চেয়ারম্যানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত মুসল্লি যোগ দেন।
জানাজায় সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ জহিরুল ইসলাম, রাজনীতিক আবদুল্লাহ কবির লিটন, পৌরসভার সাবেক মেয়র কামরুল ইইসলাম হোসাইনী, এডভোকেট পিপি কফিল উদ্দীন, কাথরিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, কাথরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিলসহ আরো অনেক উপস্থিত ছিলেন।
জানাজাশেষে গার্ড অব অনার দেওয়া হয়।
উল্লেখ্য, গতকাল ১৪ জুলাই দুপুর ১২.৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।