মুক্তিযোদ্ধাদের অর্থ-সহায়তা দিলেন মুজিবুর রহমান সিআইপি
বাঁশখালীতে চলছে সাতদিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা। এমন সময় এই বিজয়ের মাসে বাঁশখালীতে মুক্তিযুদ্ধের বিজয়মেলার আয়োজক মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা দিয়েছেন দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি। বিজয়মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান ও পৌরমেয়র শেখ সেলিমুল হক চৌধুরী এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাকের হাতে এ অর্থ তুলে দেন।
শিল্পপতি মুজিবুর রহমান সিআইপি বলেন, ‘বাংলাদেশে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অনেকেই হবেন কিন্তু মুক্তিযোদ্ধা আর কেউ হতে পারবেন না। মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের পাশে আওয়ামী লীগ সরকার যেভাবে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আগামীতে মুক্তিযোদ্ধারা ভাতা বাড়ানোর যে দাবি জানিয়ে আসছে তার সাথে একাত্মতা প্রকাশ করছি।’
এসময় পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেন ও ঠিকাদার খালেদুর রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন :