ডেস্ক: বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার মুক্তিযুদ্ধ মঞ্চের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
২৩ নভেম্বর, বুধবার বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ক ম জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক সাবিহা মাহফুজ নীলা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মুক্তিযুদ্ধ মঞ্চের দলীয় প্যাডে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখায় মোঃ এহছানুল করিমকেকে সভাপতি ও মঞ্জুরকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম সাধারণ-সম্পাদক মিরছাদ মাহমুদ বলেন, সময়টা ২০১৬, স্কুলের গন্ডি পেরিয়েই সন্ধান পাই বঙ্গবন্ধুর হাতে গড়া এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের। তখন আমার বন্ধু এস.এম সাইফুল ইসলামের সহযোগিতায় আমার রাজনীতির হাতেখড়ি। আমার নেতা সোহবার হোসেন চৌধুরী শুভ (সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা) ভাইয়ের নেতৃত্বে ছাত্রলীগের প্রতিটি মিটিং মিছিলে যোগদান করেছি, রাজপথে ঘাম ঝরিয়েছি, বঙ্গবন্ধুকে বুকে ধারণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার এই ঘামের মূল্যায়ন করায় মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির কাছে আমি চিরঋণী হয়ে থাকব।
এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দরা।