বাঁশখালী টাইমস: মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত জাতীয় সংগঠন মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁশখালী সাধনপুর ইউনিয়নের সন্তান মুনতাসির মাহমুদ। তিনি বাঁশখালী উপজেলা মুক্তিযাদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মান্নানের সন্তান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাউদ্দিন সাকিবের ছোট ভাই।
ঘোষিত কমিটিতে মুনতাসির মাহমুদকে সভাপতি ও মো. মোবারক হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত ১ নভেম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক সাবিহা মাহফুজ নীল এ কমিটির অনুমোদন দেন। নবনির্বাচিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, মুনতাসির মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত।