বাঁশখালীবাসীর জন্যে বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এস এস সি ব্যাচ-২০১৬ (মুক্তধারা-১৬) এর পক্ষ থেকে “ফ্রি অক্সিজেন সেবা”র উদ্যোগ নেওয়া হয়েছে।
অপূর্ব এই সুন্দর পৃথিবীতে অক্সিজেনের অভাবে আমাকে আপনাকে বা আপনার, আমার পরিবারের সদস্যদের কারো যেনো ছটফটাতে না হয় সেই প্রচেষ্টায় (মুক্তধারা-১৬) বিনামূল্যে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে। চাইলে যে কেউ তাদের কাজে শরিক হয়ে মানবতার সেবায় এগিয়ে আসতে পারবে।
বাঁশখালীতে যে কোনো শ্বাসকষ্টের মুমূর্ষু রোগীর জন্য আগামী ২০ই আগস্ট ২০২১ থেকে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করতে যাচ্ছে বৈনউবি এস এস সি ব্যাচ-২০১৬ (মুক্তধারা-১৬)।
মানুষ মানুষের জন্য। তরুণরা যে উদ্যোগ নিয়েছে তাতে আপনাদেরও ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় সম্ভব এই মহৎ উদ্যোগটাকে আরো গতিশীল করতে। এই মহৎ উদ্যেগে অংশীদার হতে নিজে যা পারেন এবং পরিচিত ভাই বন্ধু আত্মীয় স্বজনের কাছ থেকে যা সংগ্রহ করতে পারি(আর্থিক অনুদান/সিলিন্ডার/মিটার) তা সহযোগিতা স্বরূপ নিম্নোক্ত নাম্বারে পাঠানোর জন্য অনুরোধ করেছে মুক্তধারা-১৬ ব্যাচ।
(মোহাম্মদ ওয়াহিদ
বিকাশ- 01314319128
নগদ – 01314319128
রকেট-01314319128
(মিশকাত হোসন)
বিকাশ ও নগদ- 01626736834
বিস্তারিত জানতে-
পাবেল-01864139666…..
সহযোগিতা যে নাম্বারে পাঠাবেন দয়া করে তাঁকে নক দিয়ে জানিয়ে দিন।
#সরাসরি কারো দেওয়ার ইচ্ছে থাকলে এই নাম্বারে (ইয়াছিন-01864492420) কল দিন। তাদের কোনো সদস্য গিয়ে অনুদান টা নিয়ে আসবে।