প্রাথমিক ভাবে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে আবেদন করতে হবে। এরপর উক্ত আবেদন ফর্ম সহ প্রয়োজনীয় ডকুমেন্টস খামে ভরে মিনিস্ট্রিতে জমা দিতে হবে। খামের উপর প্রেরক ও প্রাপকের নাম, ট্রাকিং নং অবশ্যই লিখতে হবে।
জমা দেবার ঠিকানাঃ
যুগ্ম সচিব(বৃত্তি), বাংলাদেশ সচিবালয়, বিল্ডিং নং ৬ , রুম নং ১৭০৫ , বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
০১- সার্টিফিকেট
০২- মার্কশিট
০৩- পাসপোর্টের ফটোকপি
০৪- ন্যাশনাল আইডি
০৫- অ্যারাবিক ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট
০৬- রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি ৬ কপি।
০৭- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
০৮- মেডিকেল সার্টিফিকেট
অনলাইন আবেদনের লাস্ট ডেটঃ ১০-০৭-২০১৯
মিনিস্ট্রিতে জমা দেয়ার লাস্ট ডেট ১১-০৭-২০১৯ বিকাল ৪টা।
লিংকঃ scholar.banbeis.gov.bd/alazher