মিশকাত উদ্দিনের ছড়া- স্বার্থ Leave a Comment / By Administrator / November 24, 2017 স্বার্থ মিশকাত উদ্দিনএকই মায়ের সন্তান নাকি তুমি, আমি, আমরা, স্বার্থে আঘাত লাগতেই বলি তুলে নেবো চামড়া!স্বার্থের লাগি আপন করি স্বার্থের লাগি পর, স্বার্থের লাগি জোড়া বাঁধি স্বার্থে ভাঙ্গি ঘর।Spread the love