নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ী বহরে হামলার ঘটনার আজ ২১-০৬-২০১৭ ইং চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদি পক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেছেন দক্ষিণ জেলা বিএনপি নেতা এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন। সাবেক জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক বাদি হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। এতে ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ এবং ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তারা হলেন মো. সরওয়ার, নাজিমুদ্দিন বাদশা, রাসেল, মহসীন, জাহেদ (১), জাহেদ (২), আলমগীর, নাঈমুল ইসলাম, শিমুল গুপ্ত, পাভেল বড়ুয়া, ইকবাল হোসেন বাবলু, নাহিম, মো. ইউনুস, শামসুজ্জোহা সিকদার আরজু, আবু তৈয়ব, এনামুল হক, রাসেল, সাইফুল, মাহাবুব, আনোয়ার, নেসার উল্লাহ, বেলাল, মুজাহিদ, বাপ্পা, মো. হারুন, জাহাঙ্গীর আলম বাদশা। তারা রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।