মায়ের কোলে ফিরতে চায় রাকিব

মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবী : ছেলেটির নাম মোহাম্মদ রাকিব। বয়স আনুমানিক -০৭ বছর, পিতা-শাহ আলম। বাড়ী-বাঁশখলী উপজেলার চাম্বলে। সে উত্তর চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, ছেলেটি শুধু এতটুকু ঠিকানা বলতেপারে।
বর্তমানে ছেলেটি বায়েজিদ বোস্তামী থানায় আছে।
ছেলেটির অভিবাবকের সন্ধান পেলে।বায়েজিদ বোস্তামী থানায়
(সিএমপি)যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *