মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে বাঁশখালীতে বিক্ষোভ

তাফহীমুল ইসলাম: মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল আজ আসরের নামাজের পর জলদীস্থ মিয়ার বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে বাঁশখালী থানা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন- সংগঠনের বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ মুনিরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি অবিলম্বে মায়ানমারে মুসলিম হত্যা বন্ধের আহবান জানান মায়ানমার সরকারের প্রতি।

এছাড়াও তিনি সমাবেশের পক্ষ থেকে সুচীর নোবেল বাতিল, মায়ানমারে মুসলিম হত্যা বন্ধ, আরাকানে আন্তর্জাতিক শান্তি বাহিনী মোতায়েন, মায়ানমারের সাথে সকল মুসলিম রাষ্ট্রের সম্পর্ক ছিন্ন, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মুসলিম হত্যাকারীদের যুদ্ধাপরাধী ঘোষনা করাসহ বেশ কয়েকটি দাবি পেশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসাইন আসিফ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী! আপনি আরাকানকে বাংলাদেশের অঙ্গরাজ্য হিসেবে স্বাধীন করার ঘোষণা দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনার পাশে থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা ফয়জুল্লাহ সরকারকে উদ্দেশ্য করে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী! আপনি আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে মুসলিম হত্যা বন্ধে মায়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ করুন। যদি আপনি তাতে ব্যর্থ হন তাহলে তৌহিদী জনতা আপনার উপর চাপ প্রয়োগ করতে বাধ্য হবে। আমাদের কর্মসূচি এখন সুচীর বিরুদ্ধে তখন আমাদের কর্মসূচি হবে আপনার বিরুদ্ধে। এছাড়াও সমাবেশে আরো বক্তব্য রাখেন- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণজেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ শরিফুল ইসলাম, যুব আন্দোলন বাঁশখালী উপজেলার সভাপতি, মুজাহিদ কমিটি, যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *