জলদী প্রতিনিধি : আগামীকাল মঙ্গলবার বিকেলে বাঁশখালী ওলামা পরিষদের আহবানে বাঁশখালীর সর্বজন মুরুব্বী ওলামাদের নির্দেশে মায়ানমারে মুসলিম নিধন ও বর্বরতার প্রতিবাদে এক সমাবেশ ও মিছিল জলদী মিয়ারবাজারে অনুষ্ঠিত হবে।
সমাবেশ ও মিছিল সফল করতে আজ সোমবার সকাল থেকে সারা দিন ওলামায়ে কেরামদের একটি টিম বাঁশখালীর মাদরাসা সমূহে সফর করেন। সংগঠনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সহ সভাপতি মাওলানা নছিমুর রহমান, সহ সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, সেক্রেটারী মাওলানা ফোজাইল বিন আবদুল জলিল, অর্থ সম্পাদক মাওলানা মাহমুদুল ইসলাম ও প্রচার সম্পাদক মাওলানা ওসমানের নেতৃত্বে ওলামাদের দাওয়াতি কাফেলা পুকুরিয়া মাদরাসা, কনজুল উলুম মাদরাসা, আল ফারুক মাদরাসা, নদওয়াতুল ওলামা মাদরাসা, জুমহুরিয়া মাদরাসা, বাহারছড়া মাদরাসা, গুনাগরী মাদরাসা, বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়া, জলদী বড় মাদরাসা, মনকিচর মাদরাসা, চাম্বল মাদরাসা, জলদী তালীমুদ্দীন মাদ্রাসাসহ বিভিন্ন মাদরাসায় সফর করে মঙ্গলবারের প্রোগ্রামে অংশ নিতে অনুরোধ জানান।