পৌরসভা প্রতিনিধি : মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে বাঁশখালী ( Banshkhali ) উপজেলায় বাঁশখালী কমল স্মৃতি সংসদের মানববন্ধন অনুষ্ঠিত।
মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে আজ জুমার নামাজের পরে বাঁশখালী ( Banshkhali ) উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাঁশখালী ( Banshkhali ) কমল স্মৃতি সংসদের আহবায়ক ওসমান গণি মুজাহিদের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল মাহমুদের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন বাঁশখালী ( Banshkhali ) পৌরসভা যুবদলের সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম,সাংবাদিক সাইফি আনোয়ার,বাঁশখালী ( Banshkhali ) পৌরসভা ছাত্রদল এর সহ সভাপতি আতিকুর রহমান মানিক,সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ,যুগ্ম সম্পাদক মোহাম্মদ রিদোয়ান,বিশিষ্ট প্রবাসী ওসমান গণি,বাঁশখালী ( Banshkhali ) উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমামুল কবির।
এই সময় সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক রবিউল হোসাইন,মোহাম্মদ নুর উদ্দীন,আজিম উদ্দীন,সৈয়দ নুরুল আবসার,জালাল উদ্দীন,বাসু মজুমদার,জালাল উদ্দীন মিসবাহ,সাখাওয়াত হোসেন,নুরুল মোস্তফা সিকদার,সদস্য জাহেদুল ইসলাম,আয়ুব,হারুনুর রশিদ,সাদ্দাম হোসেন,আবদুল শুক্কুর,আবু তাহের,হেলাল খান,নুর মোহাম্মদ,আলী ররিয়াজ খান,শহীদ,আলমগীর,জাবেদ,আজিজ,জাহেদ,ইলিয়াস,আজগর,রিয়াজ,শাহাদাত,ফয়সাল,মাকসুদ,নাজিম,রহিম,সৈয়দ,আমির হোছন,হাসেম,শাকিল,দিদার,জসিম,শুক্কুর, রহমান,হেলাল,সাহাবুদ্দীন প্রমুখ
বক্তারা বলেন, মায়ানমারে মুসলিম জনগোষ্ঠীর উপর যে বর্বর গণহত্যা ও নির্যাতন চলতেছে তা দেখে কোন বিবেকবান মানুষ চুপ থাকতে পারেনা।জাতিসংঘ,ওআইসি ও বিশ্বের ক্ষমতাধর সকল রাষ্ট্রের প্রতি অনুরোধ তারা যেনো মুসলিম গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেই,অবিলম্ভে মায়ানমারে গণহত্যা ও নির্যাতন বন্ধ করে এবং তাদের নাগরিক সুযোগ সুবিধা প্রদানের জন্য মায়ানমারে সরকারের প্রতি দাবি জানানো হয়।মানবিক দৃষ্টিকোণ চিন্তা করে রোহিঙ্গাদের বাংলাদেশে সাময়িক আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানানো হয়।
এই সময় বাঁশখালী কমল স্মৃতি সংসদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।