চট্টগ্রাম প্রতিনিধি: মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে বাঁশখালী কমল স্মৃতি সংসদের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাঁশখালী কমল স্মৃতি সংসদের আহবায়ক ওসমান গণি মুজাহিদের সভাপতিত্বে, সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল মাহমুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সংগ্রামী সভাপতি গাজী সিরাজ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, চট্টগ্রামের সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী মানিক, বিশিষ্ট সমাজসেবক আতাউর রহমান কাইচার, মহানগর ছাত্রদল নেতা শফিউল আলম, মহসিন কলেজ ছাত্রদলের আহবায়ক ইয়াকুব আলী সিফাত,সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইউনুস, বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ।
বক্তারা বলেন, মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর যে গণহত্যা ও নির্যাতন চলতেছে তা দেখে কোন সুষ্টু মানুষ চুপ থাকতে পারে না। জাতিসংঘ, ওআইসি ও বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর উচিত খুব দ্রুত চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করে ও তাদের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা। মানবতার খাতিরে রোহিঙ্গাদের বাংলাদেশে সাময়িক আশ্রয় প্রদানের জন্য বাংলাদেশ সরকারেের সহায়তার অনুরোধ জানান বক্তারা।
এই সময় আরো বক্তব্য রাখেন, সংসদের যুগ্ম আহবায়ক আবদুল কাদের, সৈয়দ নুরুল আবচার,মোহাম্মদ আজিম, নুর উদ্দীন, সালেহ নুর সিদ্দিক মানিক, রবিউল হোসাইন, নুরুল মোস্তফা সিকদার, শফিউল করিম টিটু, মোহাম্মদ হাবিববুল্লাহ, আসলাহা উদ্দীন সুমন, রবিউল হাসান, মোহাম্দ জয়নাল আবেদীন, মোহাম্মদ ইমন, তাফসীর আলম।
এ সময় বাঁশখালী কমল স্মৃতি সংসদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।