ওয়াজ মাহফিলে দুজন ইসলামি বক্তাকে নিয়ে ‘আক্রমণাত্মক বক্তব্য’ রাখায় মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলা নামে অপর এক ইসলামী বক্তাকে গ্রেপ্তার করা হয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানার পুলিশ।
জানা গেছে, গত ৩ ডিসেম্বর সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত হন মৌলানা মাহবুবুল হক আল কাদেরী। অভিযোগে জানা গেছে, তিনি ওই মাহফিলে দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক শাহ আহমদ শফী এবং মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখেন। পরে ওই মাহফিলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার অভিযোগ এনে মাহবুবুল হক আল কাদেরীকে গ্রেপ্তার করা হয়।
মাহবুবুল হক আল কাদেরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির।
সূত্র: চট্টগ্রাম প্রতিদিন