বুড়ো সিংহ
মাহদী হাসান
বয়সটা বেড়ে গেছে বুড়ো সিংহের,
নিশ্চুপ বসে থাকে হয় না’কো বের।
নড়াচড়া নেই তার এই গেলো বুঝি,
আনমনে বসে ভাবে দুটি চোখ বুজি।
দশা দেখে শুয়োর এসে গুঁতো মারে নাকে,
এরপরে ষাঁড় এসে শিং তুলে হাঁকে।
“মসনদে বসে তুমি করেছো যা ত্রাস,
প্রতাপের জোরে খেলে আমাদের গ্রাস।
দ্রোহের আগুনে তুমি পুড়ে হবে নাশ,
জুলুমের কারসাজি আজ হলো ফাঁস।”
এই বলে শিং দু’টো গেঁথে দিলো পেটে,
আঘাতের চোটে তার পেট গেলো ফেটে।
দূর থেকে দেখছিলো বোকারাম গাধা,
সেও আজ বিদ্রোহী নেই কোনো বাধা।
খুঁড় জোড়া ছুঁড়ে মারে সিংহের শিরে,
মরণের যাত্রায় বয়ে চলে ধীরে।
কাতর কণ্ঠে বলে সিংহ মশায়,
মরণের আগে বুঝি মরণ দশায়!
নীচু জীব হয়ে তুমি মেরেছো যে লাথি,
বাদশাহী জীবনের নিভে গেলো বাতি।