BanshkhaliTimes

‘মাস্টার নজির আহমদ প্যালেস’ উদ্বোধন করলেন আল্লামা শফী

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: মহাগ্রন্থ পবিত্র কোরআন খতম ও বোখারী শরীফ খতমের মাধ্যমে ‘মাস্টার নজির আহমদ প্যালেস’ এর শুভ উদ্বোধন হল আজ। পবিত্র কোরআন খতম ও বোখারী শরীফ খতম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস হযরত আল্লামা আহমদ শফী (রহঃ)। এসময় উপস্থিত ছিলেন পীরে কামেল হযরত ইসহাক হুজুর (রহঃ), হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দীস, চাম্বল বড় মাদ্রাসা প্রধান মাওলানা আব্দুল জলিলসহ বাঁশখালীস্থ ৩০ টি মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *