বাঁশখালীতে মাস্টার নজির আহমদ ট্রাস্টের উদ্যোগে ৫০ টি গরু-মহিষ কোরবানির পশু হিসেবে বিতরণ করা হয়েছে।
প্রতিবছরের মতো এবারও বাঁশখালীর বিভিন্ন এলাকার হতদরিদ্রদের মাঝে কোরবানির এ পশুগুলো বিতরণ করা হয়।
বিভিন্ন এলাকার পক্ষ থেকে স্ব স্ব এলাকার প্রতিনিধিদের কাছে গতকাল কোরবানির পশুগুলো বুঝিয়ে দেন মাস্টার নজির আহমদ ট্রাস্টের সদস্য সচিব ও পূর্বদেশ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি।
তিনি বলেন- ‘কোরবান আল্লাহর পক্ষ থেকে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করার শিক্ষা। বিত্তবানদের সম্পদে গরীবের হক্ব আছে। কোরবানের ত্যাগটা উদারতা কিংবা দয়া নয়। এটা আল্লাহর হুকুম পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব’।- প্রেস বিজ্ঞপ্তি