
মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ ডিগ্রী (পাস) কোর্স ফাইনাল পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে পাশের হার- ৯৫%। পরীক্ষায় অংশ নেয় মোট ৪৪ জন শিক্ষার্থী। তন্মধ্যে ২৫ জন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশের হার -৪৯%!

ধারাবাহিক উজ্জ্বল সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও মাস্টার নজির আহমদ ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান সিআইপি। তিনি একটি শিক্ষিত জনপদ গড়ার জন্যে উচ্চ শিক্ষার বিকল্প নেই বলে এক বার্তায় জানান। বরাবরের মত সাফল্য অব্যাহত রাখার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ জারি রাখার নির্দেশ দেন তিনি।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল কাদের এমন সাফল্যের পেছনে শিক্ষক ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতার কথা উল্লেখ করেন। একই সাথে এই সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।