মাস্টার নজির আহমদসহ তিন গুণী পাচ্ছেন রাণী-মোহন সাহিত্য পাঠাগার স্বর্ণপদক

মাস্টার নজির আহমদসহ তিন গুণী পাচ্ছেন রাণী-মোহন সাহিত্য পাঠাগার স্বর্ণপদক

ডেস্ক: পুরস্কারটি বাঁশখালী থেকেই প্রবর্তিত হয়েছে। গত কয়েক বছর ধরেই তারা এই পুরস্কারটি দিয়ে আসছে। তারই প্রেক্ষিতে এবছর  শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিন গুণীজনকে স্বর্ণপদকে ভূষিত করেছে রাণী-মোহন সাহিত্য পাঠাগার। ২৪ ডিসেম্বর (রোববার) সকালে বাঁশখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সংগঠন কার্যালয়ে এ স্বর্ণপদক সম্মাননা স্মারক-২০১৭ প্রদান করা হবে।

এবার সম্মাননাপ্রাপ্তরা হলেন- সাহিত্যে বিশেষ অবদানের জন্য অশোক বড়ুয়া (মরণোত্তর), শিক্ষায় দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা মাস্টার নজির আহমদ (মরণোত্তর) ও সংস্কৃতিতে কীর্তনীয়া প্যারীমোহন বড়ুয়া (মরণোত্তর)।
রাণী মোহন সাহিত্য পাঠাগারের প্রতিষ্ঠাতা ও শিশুসাহিত্যিক অপু বড়ুয়া জানান, সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভায় শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ আবেদনের জন্য ৩ গুণীজনকে স্বর্ণপদক সম্মাননা প্রদানের জন্য মনোনীত করা হয়। এরমধ্যে সাহিত্যে বিশেষ অবদানের জন্য অশোক বড়ুয়া (মরণোত্তর), শিক্ষায় বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা মাস্টার নজির আহমদ (মরণোত্তর) এবং বৌদ্ধ কীর্তনের প্রচার ও প্রসারে বিশেষ অবদানের জন্য কীর্তনীয়া প্যারীমোহন বড়ুয়াকে (মরণোত্তর) এ স্বর্ণপদক সম্মাননা প্রদান করা হচ্ছে।
সংগঠনটির মূখ্য উদ্দেশ্য পাঠ্যাভাস সৃষ্টি, গুণীজন স্মরণ। সংগঠনটি ইতিমধ্যে বেশ কয়েকবার এসএসসি, এইচএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে বলে জানা গেছে।
আরও পড়ুন :
Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *