বাঁশখালী টাইমস: বাঁশখালী প্রাথমিক শিক্ষক সমিতির দুইবারের নির্বাচিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ পশ্চিম সাধনপুর নিবাসী মাস্টার ওমর চৌধুরী আর নেই।
তিনি কয়েক দিন আগে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারাত্মক আহন হয়ে গত ১৩ নভেম্বর রাত দুটায় ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।
তিনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের সহ-সভাপতি, শেখ বদল মুন্সী জামে মসজিদের সাবেক সভাপতি, সাধনপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার সাবেক সভাপতি
সহ এলাকার শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখেছেন।
হাজার হাজার শিক্ষার্থীদের জনপ্রিয় শিক্ষাগুরু ‘হেড স্যার’ খ্যাত মাস্টার ওমর চৌধুরীর জানাজা গতকাল বাদে যোহর পশ্চিম সাধনপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা, শিক্ষকনেতৃবৃন্দ সহ বাঁশখালীর গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, বাঁশখালী উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, বাঁশখালী শিক্ষক সমিতির বর্তমান সভাপতি শেখ বদল মুন্সী জামে মসজিদ পরিচালনা কমিটির বর্তমান সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক মাহমুদুল হাসান, জিরি মাদ্রাসার মোহাদ্দেস মৌলানা শাহদাত হোসাইন প্রমুখ।
জানাযায় ইমামতি করেন মরহুমের ছোটভাই মৌলানা মোহাম্মদ ইদ্রিস।
উল্লেখ্য, চট্টগ্রাম শহরে নিজ বাসা সংলগ্নে প্রথম জানাজায় ইমামতি করেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও ইসলামী চিন্তাবদ মাওলানা মুমিনুল হক চৌধুরী।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। তিনি স্ত্রী, দুই
ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে সাধনপুরবাসী একজন পরোপকারী সমাজসেবী, সাদালাপী ও একজন আদর্শ শিক্ষককে হারালো।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।