মাস্টার্সের ফলপ্রকাশ আজ সন্ধ্যায়

বিটিডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় প্রকাশিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ১৩০টি কলেজের এক লাখ ২৮ হাজার ৩শ’ ৪৬ জন পরীক্ষার্থী ১০৫টি কেন্দ্রে অংশগ্রহণ করে ৯৯ হাজার ১৩৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৭ দশমিক ২৪ শতাংশ।

প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে পাওয়া যাবে।

এছাড়াও যে কোনো মোবাইল থেকে SMS এর মাধ্যমে numf Roll লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল জানা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এবারই প্রথম নতুন সিলেবাসে গ্রেডিং পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করা হচ্ছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *