
বাঁশখালী টাইমস: মালয়েশিয়ায় বিশ্বের স্বনামধন্য ওলামা মাশায়েখদের অংশগ্রহণে অনুষ্ঠিত মুলতাক্বায়ে উলামায়ে দেওবন্দ মালেশিয়া-২০১৯তে আমন্ত্রিত মেহমান হিসেবে যোগদান করেছেন বাঁশখালীর কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ আল্লামা মুফতি শামছুদ্দিন জিয়া।
তিনি গতকাল ২৬ এপ্রিল মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।
আল্লামা মুফতি শামছুদ্দিন জিয়া আল জামেয়া আল ইসলামিয়া পটিয়ার শিক্ষা পরিচালক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের শরীয়াহ বোর্ডের সদস্য। তিনি শিক্ষকতার পাশাপাশি ইসলামী শরীয়াহ বিষয়ের একজন বিদগ্ধ আলেম হিসেবে সুপ্রসিদ্ধ।
তাঁর বাড়ি বাঁশখালীর প্রেমাশিয়া গ্রামে।
এতে বাংলাদেশ থেকে আরও উপস্থিত আছেন, আল্লামা মুফতি মিজানুর রহমান সাইদ , আল্লামা উবায়দুর রহমান খান নাদভী , ড. আ.ফ.ম খালিদ হুসাইন , ড. মাহমুদুল হাসান , মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি সাখাওয়াত হুসাইন রাযী, জাগ্রত কবি মাওলানা মুহিব খান প্রমুখ
এতে বাংলাদেশসহ বিশ্বের ৭০০ উলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।