মুবিনুল হক মুবিন: কুল্লু নাফ্ছিন যা ইকাতুল মাওত। প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ নিতেই হবে। সবাইকে চলে যেতে হবে মহান রব যেভাবে চলে যেতে বলেছেন তার শ্বাশত বাণীতে।
প্রায় শতায়ু কাছাকাছি ছিলো জনাব ডা: দলিল। অাজ মরহুম ডাক্তার দলিল। একটি নাম। একটি ইতিহাস। একটি মানবতাবাদী মানুষের নাম। দক্ষিন বাশঁখালীর একটি প্রদীপ অাজ নিভে গেল। অাগা-গোড়া মোসলমান ও মুসলমানিত্ব, হক-হালাল ১০০% চলার উজ্জ্বল দৃষ্ঠান্ত বরণ্য ইসলামি ব্যক্তিত্ব ডা: দলিলুর রহমান।
ব্যক্তিগত জীবনে নির্লোভ সদাহাস্য ডাঃ দলিল নিজেই জমিদার হয়ে ধন-সম্পদের দিকে কখনো চিন্তা করেন নাই। নিজ এলাকায় প্রদীপ প্রোজ্জ্বল করার জন্য নিজের ডাক্তারি পেশার টাকা ও ঔরসজাত সূত্রে প্রাপ্ত জায়গা জমির খাজনা দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মোহাম্মদীয়া মাদ্রাসা, যা বাশঁখালীতে একটি অন্যতম ভাল প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়েছে।
মরহুম ডাক্তার দলিল, রাজনৈতিক মতাদর্শেরর প্রতি ছিল অবিচল অাস্থা যার জন্য তিনি পরিণত হয়েছিলেন পুইছড়ীর মানুষের কাছের সবচে শ্রদ্ধেয়।
অাগামী কাল বেলা ৩টায় অাল্লাহু অাকবর দিয়ে ৪ তকবীর দিয়ে হাজার হাজার মানুষের চোখের পানি ফেলে পারিবারিক কবরস্থানে কবরস্থ হয়ে পরাপরে চলে যাবেন এই মহান ব্যক্তিত্ব।
এ মহান ব্যক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকালের কাছে দোয়া কামনা করছি।
আল্লাহ পাক উনাকে বেহেস্ত নসিব করুক।