মারা গেছেন নায়ক রাজ্জাক

বাঁশখালী টাইমস: বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা নায়ক রাজ্জাক আর নেই। আজ সন্ধ্যা ৬.১৩ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়

রাজ্জাকের বয়স হয়েছিল ৭৭ বছর।

উল্লেখ্য, গত ৩০ জুন নায়ক রাজ্জাকের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে। অনেকেই রাজ্জাকের মৃত্যু হয়েছে বলে স্ট্যাটাসও দিয়েছেন। এমনকি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শোক প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি দিয়ে পরে আবার তা ফিরিয়ে নেয় ।

২০১২ সালের ডিসেম্বরেও তার মৃত্যুর গুজব উঠেছিল।

কয়েকবছর আগে এফডিসির প্রতি ক্ষোভ দেখিয়ে রাজ্জাক বলেছিলেন- মৃত্যুর পর তার লাশ যেন এফডিসিতে না ঢোকানো হয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *