BanshkhaliTimes

মামলা হামলায় ভীত নই: মাহমুদুল ইসলাম চৌধুরী

বিটি ডেস্ক: দীর্ঘ ৪দিন পর বাঁশখালীতে ফিরেছেন মহাজোট তথা জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী। বুধবার সন্ধ্যায় এলাকায় ফেরেন তিনি। তার আগমনের খবর বাঁশখালীতে ছড়িয়ে পড়লে সকাল থেকে শত শত মানুষ তার বাড়িতে ভীড় করতে থাকে। অবশেষে সন্ধ্যায় তিনি ফিরলে রাস্তার দু ধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে তাকে বিভিন্ন শ্লোগানে অভিবাদন জানান।

BanshkhaliTimes

এলাকায় পৌছে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, আমি গুলি আর ভয় ভীতিতে ভীত নয়। তাই, সবকিছু জেনেও চাম্বলের মতবিনিময় সভায় যোগদান করেছি। এখনো অনেক ভয় ভীতি প্রদর্শন করছে কতিপয় সন্ত্রাসীরা। এরপরও আপনাদের মাঝে ফিরে এসেছি।

তিনি বলেন, বাঁশখালীতে সন্ত্রাস সৃষ্টি করে কেউ রেহাই পাবে না। সর্বস্থরের শান্তিপ্রিয় জনতা যেকোন ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন। নির্বাচিত হলে জনগনকে সাথে নিয়ে বাঁশখালীকে সন্ত্রাসমুক্ত করব ইনশাআল্লাহ।

তিনি অভিযোগ করে বলেন, লাঙ্গলের যেসব কর্মীরা ভোটের মাঠে কাজ করছে, তাদের দূর্বল করতে মামলা-হামলা ও গ্রেফতার করে ভয় ভীতি প্রদর্শন করছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কাছে আমার আবেদন, যারা এলাকায় এলাকায় সন্ত্রাস ও ভয় ভীতি প্রদর্শন করছে তাদের লিস্ট করে আইন শৃংখলা বাহিনীকে জমা দিন। তিনি আগামী ৩০ডিসেম্বর লাঙ্গল মার্কাকে জয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।

এতে আরও বক্তব্য রাখেন মাহমুদুল ইসলাম চৌধুরীর ছোট ভাই রায়হানুল ইসলাম চৌধুরী, ভাগিনা আদিল মোহাম্মদ সরফরাজ চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এর আগে আসার পথে তিনি চানপুর বাজারে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর বাঁশখালীর চাম্বলে মাহমুদুল ইসলাম চৌধুরীর নির্বাচনী সভায় স্থানীয় চেয়ারম্যান মুজিবের নেতৃত্বে হামলা হয়। এসময় মাহমুদুল ইসলাম চৌধুরীসহ অর্ধশত নেতাকর্মী আহত হয় এবং তার ব্যক্তিগত গাড়ি ভাংচুর করা হয়। পরে আহত অবস্থায় তিনি চট্টগ্রামে চলে যান।

সূত্র: প্রিয় চট্টগ্রাম

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *