মাননীয় স্পিকার সমীপে: মোস্তফা মাহাথিরের কবিতা

মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ!

ধন্যবাদ– জনতার এই মহান পার্লামেন্টে আমার মতো ক্ষীণকণ্ঠ কবি-কর্মীকে ফ্লোর দেয়ায়;

জাম, জারুল আর বেতসের দেশে

প্রেম, নিসর্গ ও নাগরিক কোলাহলে

শুক্লপক্ষ দ্বাদশীর মধ্যযামে দু’ছত্র বেশরা কবিতার পক্ষে কথা বলার সুযোগ দেয়ায় আপনাকে ধন্যবাদ।

.

মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ!

মৃত্তিকার শূন্য পেয়ালায় নির্বাক চাউনিরত অন্নহীন শিশুটির পক্ষে,

ছিন্নবস্ত্র ক্ষুধাক্লিষ্ট দশোত্তীর্ণ কিশোরীর পক্ষে

কিংবা ডাস্টবিনে মূর্ছা যাওয়া পরিচয়হীন মানবমূর্তিটির পক্ষে কথা বলার সুযোগ দেয়ায় ;

ধন্যবাদ– নরম ইটে মাথা রেখে ঘুমোতে যাওয়া বাস্তুহারা দম্পতির পক্ষে সামান্য আরজু পেশের সুযোগ দেয়ায়।

.

নির্জলা মিথ্যার বিপক্ষে দাঁড়িয়ে দু’ছত্র কবিতা পাঠের দুর্লভ সুযোগ দিয়ে বাধিত করায়, আপনাকে ধন্যবাদ ;

ধন্যবাদ– পাতা-পতঙ্গের সবুজাভ বনবীথিকে গাঢ়তর সবুজ করার লক্ষ্যে,

রামপালের অনাহূত ভয়ে তটস্থ অরণ্যানীর পক্ষে

প্রস্তাব উত্থাপনের সুযোগ দেয়ায় ;

.

মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ!

ধন্যবাদ জানাই ফুটফুটে জোসনার পক্ষে,

হঠাৎ গেয়ে ওঠা ডাহুকীর পক্ষে

কিংবা নাব্যতা হারানো কোনো এক নদীর পক্ষে কথা বলার সুযোগ দেয়ায়;

.

অ্যাঁ, সময় শেষ?

যে দেশের পার্লামেন্টে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংসদ সদস্যরা বিরোধী দলের কিংবা সরকারি দলের সদস্যদের গোষ্ঠী উদ্ধার করতে হাজারো মিনিট  সময় নষ্ট করেন,

সেই মহান সংসদে বিনিদ্র জননীর পক্ষে কথা বলতে আরো দু’টো মিনিট চাই–

.

মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ!

কবিদেরকে দেয়া হোক বলা এবং লেখার স্বাধীনতা;

যেন প্রতিটি নক্ষত্রের রাতে

শিউলিঝরা প্রতিটি কুসুমিত প্রভাতে

কিংবা পাক খেয়ে রুষে ওঠা স্রোতের মুখেও লিখতে পারেন মায়াময় সুখ-স্বপ্নের কথা!

লিখতে পারেন অলিখিত সব তৃষ্ণার কথা

শৃগালের ধুর্ততার কথা

কিংবা আবাসন সংকটে পড়া নিসর্গরাজির কথা।

মাননীয় স্পিকার, এই– ব্যস,

আপনাকে ধন্যবাদ!

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *