মাননীয় সংসদ সদস্য,
মাননীয় উপজেলা চেয়ারম্যান- আপনারা চাইলে এই নৈরাজ্য বন্ধ করে দিতে পারেন একদিনে।
যোগাযোগ ব্যাবস্থা; বাঁশখালীকে বদলে দিতে বেশি কিছু লাগে না।
নেতৃস্থানীয় ব্যাক্তিদের উচিত এই কয়টি বিষয় আগে নিশ্চিত করার জন্যে। প্রতিদিন হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে গণপরিবহণে- কারোরই মাথা ব্যাথা নেই। নাকি সব নেতারাই অপারগ- পরিবহণ নৈরাজ্যের জুলুম থামাতে?!
অথবা আপনারা কোন একদিন খলিফা ওমরের রাঃ মত নিজেদের দামী গাড়ি ছেড়ে এই সব বাস CNG তে যাত্রী হয়ে বাঁশখালী চলেন– আল্লাহ সাক্ষী–একদিনেই বুঝে যাবেন আপনাদের জনগণেরা কত কষ্টে আছে।
প্রশাসন কে আপনাদের একটি ‘হ্যালো’ই যথেষ্ট।
#একটি স্থায়ী ভাড়া কাঠামো ঝুলিয়ে দেয়া হউক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে,
#উন্নত মানের বাস সার্ভিস চালু করা হউক,
#আমরা স্পেশাল/সুপার/লাল বোর্ড নামক যন্ত্রণা থেকে মুক্তি চাই
বাঁশখালীবাসীর পক্ষে,
কাজী শাহরিয়ার