মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলার ৯ নং (ক) শীলকূপ ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাল্যবিবাহ রোধ, মাদক দমন, সন্ত্রাস, জঙ্গীবাদ দমন, অবৈধ বালি উত্তোলন ও পাহাড় কর্তন বন্ধে আলোচনা সভা মঙ্গলবার (২৯ জানুয়ারী) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মোহাম্মদ মুহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। শীলকূপ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রহিম উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বাবু পুলীন বিহারী, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, শীলকূপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ভূপাল বড়ুয়া, ইউপি সদস্য আদর্শন বড়ুয়া, ছিদ্দীক আকবর বাহাদুর, মাতব্বর পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নাছির, শীলকূপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চক্তবর্তী, মনকিচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, কাজী গাজী হারুনুর রশিদ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফরিদাবাদ ইয়াছমিন, জান্নাতুল ফেরদৌস লাকি, রাবিয়া বেগম প্রমূখ।বাঁশখালী টাইমস।
উক্ত সভায় পরিষদের সকল সদস্যবৃন্দ, স্থানীয় নিকাহ রেজিস্টার প্রতিনিধি, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজের সর্বস্থরের গণ্যমাণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন- বর্তমান সরকার সর্বক্ষেত্রে উন্নয়নের যে ভুমিকা রাখছে তার সুফল সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাল্যবিবাহ রোধে সবার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। আগামী মার্চ মাসের মধ্যে বাঁশখালীকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে ।
এছাড়া বর্তমান সরকার মাদক ও জঙ্গিবাদ মোকাবিলা বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। কারণ মাদক গ্রাম ও জনপদকে ধ্বংস করে দিচ্ছে। একটি প্রজন্ম এ ধ্বংসের শিকার। এটাকে যদি রক্ষা করা না যায়, তাহলে ভবিষ্যতে প্রজন্ম শূণ্যতা দেখা দেবে। দেশের বড় দুটি চ্যালেঞ্জ উগ্রবাদ ও মাদক। যারা এসব কাজে জড়াবে তাদের কোন অবস্থায় ছাড় পাবেনা। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদের স্থান বাঁশখালীতে হবে না।
তিনি প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসার আহবান জানান।