স্টাফ করেসপন্ডেন্ট, বাঁশখালী টাইমস: বাঁশখালীতে নুরুল ইসলাম নামের এক মাদকাসক্ত ব্যক্তির হামলার শিকার হয়েছেন সাংবাদিকের পিতা মোস্তাক আহমেদ (৫৮)। আহত মোস্তাক আহমদ বাঁশখালীভিত্তিক নিউজ পোর্টাল বাঁশখালী এক্সপ্রেসের সম্পাদক ও শিক্ষক রহিম সৈকতের পিতা। বুধবার (২৩ জুন) বিকেল পাঁচটার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ডিগ্রী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোস্তাক আহমেদকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় হামলার শিকার মোস্তাক আহমেদের ছেলে রহিম সৈকত বাদী হয়ে নুরুল ইসলামকে প্রধান আসামি করে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মোস্তাক আহমেদ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হলে মাদকাসক্ত নুরুল ইসলাম ওরফে নুরু ডান দিক থেকে দা দিয়ে কোপ দেন। এতে মোস্তাক আহমেদের বুকের ডান পাশে গুরুতরভাবে জখম হয়।
হামলার শিকার মোস্তাক আহমেদ জানান, ‘মাদকাসক্ত নুরু কিছুদিন আগে গভীর রাতে আমার রিকশা চালক ভাতিজা নেছার আহমেদের উপর হামলা চালালে আমি প্রতিবাদ করি। তারই জের ধরে সে আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল। আজ বাজারে যাবার পথে হত্যার উদ্দেশ্যে সে দা দিয়ে আমাকে কোপ দেয়। এতে আমার বুকের ডান পাশে গুরুতরভাবে জখম হয়েছে। আমি একজন ডায়াবেটিস ও হার্টের রোগী। এমন পরিস্থিতির শিকার কখনও হইনি। আমি বিচার চাই।’
অভিযুক্ত নুরুল ইসলাম ওরফে নুরু স্থানীয় মৃত আবু আহমদ সওদাগরের ছেলে। সম্ভ্রান্ত পরিবারের সন্তান হলেও মাদকাসক্ত হয়ে তিনি এলাকায় নানা অপরাধে জড়িয়ে পড়েন। মানুষকে নানাভাবে হয়রানি করেন বলে স্থানীয়দের অভিযোগ। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মানুষকে মারধরসহ নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।
এবিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সফিউল কবির বলেন, ‘অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগ (দিবা)'র আহবায়ক কমিটিতে দায়িত্ব পেয়েছেন বাঁশখালীর সন্তান আনছার মিয়া হৃদয়।…
মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখার পর থেকে বাঁশখালীর বিভিন্ন…
মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী: বাঁশখালী পৌরসভা এলাকা থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, তিনটি ওয়ান…
মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী: র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ…
বাঁশখালী টাইমস: মাস্টার্স শেষ করে চাকরির জন্য এদিক সেদিক ধর্ণা না দিয়ে উদ্যোক্তা হিসেবে নিজেকে…
মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালীতে নবনির্মিত উপজেলা কৃষক প্রশিক্ষণ ভবনের উদ্বোধন ও…