BanshkhaliTimes

মাদকদ্রব্য রোধকল্পে বাঁশখালীতে কর্মশালা অনুষ্ঠিত

BanshkhaliTimes

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

রবিবার (২২ আগস্ট) সকাল ১১ টা থেকে শুরু করে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন, চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জিয়াউল কাদের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোঃ আরিফুর রহমান, কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড.আনম শাহাদাত আলম, বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন কামাল, ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম হারুনুর রশিদ, শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন,শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল আলম ফারুকী, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম হায়দার, কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবনে আমিন, বীরমুক্তিযোদ্ধা আহমদ ছফা প্রমুখ।

কর্মশালায় অংশগ্রহণ করেন, ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, শিক্ষক, মসজিদের ইমাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালায়
কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড আ.ন.ম শাহাদত আলম বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলনের কোন বিকল্প নেই। সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।

এছাড়াও তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেছে। তাই মাদকদ্রব্য অপব্যবহার ও চোরাচালান রোধকল্পে সীমান্তের সন্দেহজনক বিভিন্ন স্থানে টাস্কফোর্স অপারেশন পরিচালনা অব্যাহত রয়েছে। এছাড়াও জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে তাদেরকে ক্রীড়ামুখী করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকতে হবে বলে জানান তিনি।

সভাপতির বক্তব্যে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান চৌধুরী বলেন, তরুণরা দেশ, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র। তারা আগামী দিনের কর্ণধার। দেশের টেকসই উন্নয়ন আরও গতিশীল করতে মূল চালিকাশক্তি হলো তরুণ প্রজন্ম। কিন্তু এই তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। তাদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। তবে মাদকের হাত থেকে সন্তানকে রক্ষা করতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এছাড়াও মসজিদের ইমামরা শুক্রবার মাদকের কুফল সম্পর্কে বয়ান দিতে পারেন।

কর্মশালায় মাদকের ক্ষতিকর প্রভাব উল্লেখ্য পূর্বক চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম বলেন, মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পুলিশ ও প্রশাসনসহ সকল পেশার মানুষের সহযোগিতায় মাদক নির্মূল করতে হবে। মাদক শুধু ব্যক্তি নয়, একটি পরিবারক ও সমাজকে নিঃস্ব করে দেয়। সুস্থ জীবনের জন্য মাদকমুক্ত সমাজ গড়তে হবে। তাই মাদক থেকে দুরে রাখতে প্রয়োজন সম্মিলিত চেষ্টা। যেখানে পরিবার, সমাজ এবং সরকারের বিভিন্ন দপ্তরকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার দেশের উন্নয়নের অন্তরায়, তাই মাদকদ্রব্য সেবন ও নিয়ন্ত্রণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *