বাঁশখালী টাইমস: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সদস্য বর্ষীয়ান ইসলামি চিন্তাবিদ মাওলানা মুমিনুল হক চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।
তিনি আজ ভোর ৩:৪০ মিনিটে শমশের পাড়াস্থ চট্টগ্রাম আন্তর্জাতিক মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
তাঁর প্রথম জানাজা কুমিরাস্থ আইআইইউসি স্থায়ী ক্যাম্পাসে আজ বেলা ১১ টায়, দ্বিতীয় জানাজা দুপুর ১.৩০ মিনিটে চকবাজার প্যারেড মাঠে এবং তৃতীয় জানাজা বিকাল ৫ টায় সাতকানিয়া তুলাতলী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।