বাঁশখালী টাইমস: বিশিষ্ট আলেমেদ্বীন দক্ষিণ জলদী নিবাসী হাফেজ মাওলানা মুফিজুর রহমানের জানাজা আজ দুপুর ২ টায় শাহ আশকরিয়া(রহ:) শাহী জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বিএনপি নেতা ও মরুহুমের ভাতিজা সরোয়ার আলম আসকরী, স্থানীয় কাউন্সিলর হারুন আস্করী, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালসহ বিপুল মানুষ অংশগ্রহণ করেন।
তিনি আজ ভোর ৫ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০। তিনি দীর্ঘ ৪০ বছর ধরে স্থানীয় শাহ আশকরিয়া(রহ:) শাহী জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।