তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- বাঁশখালীর পশ্চিম সাধনপুর মোকামি পাড়া নিবাসী ও যাতানুরাইন ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আমিনুর রহমান আজগরী সাহেব গতকাল রাত সাড়ে দশটার সময় ইন্তেকাল করেছেন-ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন। আজ দুপুর তিনটার সময় পশ্চিম সাধনপুর মোকামি পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
খ্যাতনামা এই আলেমে দ্বীনের মৃত্যুতে গারাংগিয়া দরবার শরীফসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য আমিনুর রহমান আজগরী গারাংগিয়ার বড় হুজুর (রহঃ) এর মুরীদ ছিলেন।