পাখি সংগীত // মাঈন উদ্দিন জাহেদ
মেঘের গুরু গুরু বিষ্টির জলসায়;
মেঘবন্দী হয়ে ঘরের জানালায়
পাখিরা গাইছে গান বিরহী স্বরে-
হে বন্ধু কোথায়?
পাখি কী গান গায়?
না বন্ধু খোঁজে- চিৎকারে,
হে বন্ধু কোথায়?
কেমন এ বরষায়- রিমঝিম সুর তোলে
স্মৃতির গল্পগুলো মেলে দি দু’কূলে
বিষ্টি ভেজা রমনা বটমূলে- স্মৃতি তরপায়।
হে বন্ধু কোথায়?
মেঘের ঘনফোটা, বিষ্টির কান্নাছোটা-
এতো বেলোয়ারি চুড়ির
রিনিঝিনি
মৃদুমন্দ,
দূরের আকাশে কে যেন সুরের আবেশে
নাচের মুদ্রায় তোলে বিরহী বার্তা গান,
এ কী বরষা?
এ কী শ্রাবণী?
অমন ডাকাডাকি- হে বন্ধু কোথায়?