তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস)- আসন্ন বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা আক্তার কাজেমী। তিনি আজ সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় তার সাথে ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর। রেহেনা আক্তার কাজেমী গতকাল ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে দলের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার হাত থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
