BanshkhaliTimes

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক পেলেন রেহেনা আক্তার কাজমী

BanshkhaliTimes

তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- আসন্ন বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘ফুটবল’ প্রতীক পেয়েছেন বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী রেহেনা আক্তার কাজমী। তিনি আজ সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে প্রতীক বরাদ্দ পর্বে অংশগ্রহণ করে এই প্রতীক লাভ করেন। এর আগের মনোনয়ন যাচাই-বাছাইসহ বিভিন্ন বাঁধা পেরিয়ে তিনি এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছেন। প্রতীক প্রাপ্তির পর বাঁশখালী উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে তার আর কোন বাঁধা নেই।

রেহেনা আক্তার কাজমী ২০১৪ সালের উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। কিন্তু দলের মধ্যে ঐক্য না থাকায় সেই সময় অনেকে প্রার্থী হয়েছিলেন। যার কারণে এই নির্বাচনে রেহেনা আক্তার কাজমী জিতে আসতে পারেননি। তবে এবারে দলের ভিত্তি বেশ সুদৃঢ়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবারে প্রার্থী মাত্র দুইজন। তাই রেহেনা আক্তার কাজমীকে জয়ের ব্যাপারে খুব একটা টেনশনে পড়তে হবে না।

রেহেনা আক্তার কাজমী বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রীর পাশাপাশি বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শকেরও দায়িত্ব পালন করছেন। এছাড়াও উপজেলা নারী জাগরণ সংস্থার সভাপতিও তিনি।

উল্লেখ্য- আগামী ২৪শে মার্চ বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে বিভিন্ন পদে এখন পর্যন্ত আট জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন। তো শেষ পর্যন্ত কারা হচ্ছেন বাঁশখালী উপজেলা পরিষদের নতুন জনপ্রতিনিধি! তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ২৪শে মার্চ পর্যন্ত।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *