মহিউদ্দীন চৌধুরীর জানাজায় অংশ নিতে লালদীঘি অভিমুখে মুসল্লির ঢল
চট্টলসিংহ সাবেক মেয়র মহিউদ্দীন চৌধুরীর জানাজায় অংশ নিতে বিভিন্ন স্থান থেকে লালদীঘি মাঠে জড়ো হতে শুরু করেছে দুপুরের পর থেকে। লালদীঘি অভিমুখে বিভিন্ন রাস্তা দিয়ে মুসল্লিরা কেউ হেঁটে, কেউ রিকশায়, কেউ লোকাল গাড়ি, কেউ রিজার্ভ বাসে-ট্রাকে, কেউবা আবার প্রাইভেট গাড়িতে করে জানাজায় শরিক হতে চলে আসছে।
তারই প্রেক্ষিতে শুক্রবার বন্ধের দিনেও রাস্তায় জ্যাম সৃষ্টি হয়েছে। মানুষ হেঁটে হেঁটে লালদীঘির দিকে ধাবিত হচ্ছে।
গাড়িতে মানুষের মুখে-মুখে মহিউদ্দীন বন্দনা। এক যাত্রী বলছে, চট্টগ্রাম ও বন্দরের পক্ষে কথা বলার আরো একজন চট্টলপ্রেমী হারিয়ে গেল। একে একে সব চট্টলপ্রেমীরা বিদায় নিচ্ছে। আরেক চট্টলপ্রেমী সালাহউদ্দীন কাদেরও চলে গেল।
ইতিমধ্যে লালদীঘি ও তৎসংলগ্ন এলাকা কানায় কানায় ভরে উঠেছে, প্রিয় নেতার জানাজায় শরিক হবে বলে।
আরও পড়ুন :