মহিউদ্দিন চৌধুরীর কুলখানি আজ, মেজবানে খাবে লক্ষাধিক লোক!
নিউজ ডেস্ক: চট্টলবীর সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি আজ (সোমবার)। প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষে চট্টগ্রামবাসীর জন্য বড় পরিসরে মেজবানের আয়োজন করছেন তাঁর পরিবার। রোববার মহিউদ্দিনের বড় ছেলে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল এ কথা জানিয়েছেন। তিনি জানান, নগরীর ষোলশহর চশমা হিলের বাসায় এবং নগরীর ১০টি কমিউনিটি সেন্টারে এক লাখ মানুষের জন্য মেজবানের আয়োজন করা হয়েছে। একই সাথে গণমানুষের নেতা মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে, শুধু চট্টগ্রাম নয়, দেশের কোথাও এত বড় মেজবানের আয়োজন এর আগে কখনো হয়নি। মরহুম মহিউদ্দিন চৌধুরীর জন্য এই প্রথম বন্দরনগরীতে এক লাখ মানুষের জন্য মেজবানের আয়োজন করা হয়েছে। আজ সকাল ১১ টা থেকে একযোগে এসব কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন আরম্ভ হবে। দশ কমিউনিটি সেন্টারগুলোর মধ্যে রয়েছে দি কি অব চিটাগং, সুইস পার্ক, কিশলয়, কে স্কয়ার, স্মরণিকা, এন মোহাম্মদ কে বি কনভেশন হল, ভিআইপি ব্যাংকুইট, গোল্ডেন টাচ্, সাগরিকা কমিউনিটি সেন্টার ও রীমা কনভেনশন সেন্টার।
মিলাদ মাহফিল দি কিং অব চিটাগাংয়ে সকাল থেকে শুরু হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় শীর্ষ নেতারা অংশ নেবেন। মিলাদ শেষে সবাই মেজবানে অংশ নেবেন। পাশাপাশি জামালখান রীমা কনভেনশন সেন্টারে সনাতন ধর্মাবলম্বীদের জন্য ও চশমা হিলের বাসভবনে মহিলাদের জন্য পৃথকভাবে মেজবানের ব্যবস্থাও করা হয়েছে।
এদিকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নগরীর মুসাফির খানা মসজিদে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া সোম ও মঙ্গলবার নগরীর প্রতি ওয়ার্ডে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বর্ষীয়ান রাজনীতিবিদ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী শুক্রবার ভোর ৩টায় নগরীর মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। শুক্রবার বিকেলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদীঘি মাঠে সাবেক এ সিটি মেয়রের জানাজায় লক্ষাধিক মানুষ অংশ নেন। জানাজা শেষে মহিউদ্দিন চৌধুরীর কফিন নিয়ে যাওয়া হয় ষোলশহর চশমা পাহাড় জামে মসজিদে। সেখানে সন্ধ্যার পর তার দ্বিতীয় জানাজা হয়। এরপর চশমা হিলের পারিবারিক কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
news52
আরও পড়ুন :