মহানগর ছাত্রলীগের উদীয়মান মুখ বাঁশখালীর ছেলে জিহান খান

তৌহিদুল আলম: বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরে নিজ মেধা ও যোগ্যতা বলে নিজস্ব অবস্থান সৃষ্টি করে চলেছে বাঁশখালীর কৃতি সন্তান মীর জিহান আলী খান।

বাঁশখালী টাইমস’র সাথে আলাপকালে জিহান খান বলেন- গত ৭ বছর ধরে মহানগর ছাত্রলীগের সাথে যুক্ত আছি। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কর্মসূচি পরিকল্পনা বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন সানি ভাইয়ের সাথে কাজ করে যাচ্ছি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে। প্রয়াত চট্টলবীর মহিউদ্দীন চৌধুরী আমার সাংগঠনিক জীবনের প্রোজ্জ্বল প্রেরণা’

জিহান খান বর্তমানে মহানগরের ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডে দায়িত্ব পালন করে যাচ্ছে।

আগামীতে মহানগরের গুরুত্বপূর্ণ পদ অর্জনে আত্মবিশ্বাসী এই ছাত্রনেতার বাড়ি বাঁশখালীর চাম্বল ইউনিয়নের সম্ভ্রান্ত মিয়া বাড়িতে। তিনি চাম্বল হাইস্কুল থেকে এসএসসি, আলাওল কলেজ থেকে ইন্টার, ওমরগণি এমইএস কলেজ থেকে বিবিএ সম্পন্ন করে বর্তমানে এমবিএ’তে অধ্যয়নরত।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *