
বন্ধুত্ব, মানবতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়েই আত্মপ্রকাশ হয়েছে “হাজী মুহাম্মাদ মহসিন কলেজ এইচ এস সি ৯৪ কমার্স ফ্যাকাল্টি”র। কলেজ বন্ধুদের নিয়ে এই আয়োজন। ৩ বছর আগের প্রচেষ্টা সফলতার মুখ দেখে এপ্রিল ২০১৮ তে গুটিকয়েক বন্ধুর অদম্য আগ্রহের কারনে। নাম নয় কাজই যাদের মূখ্য উদ্দেশ্য তারা নামের প্রসারের চাইতে কাজের প্রসার চেয়েছে বলেই ধীরে ধীরে সফলতার মুখ দেখতে শুরু করেছে।
গত ১১ই জানুয়ারী মানবতার টানে ৯৪ কমার্স বন্ধুদের নিয়ে ২ টি এতিমখানায় এবং এলাকার শীতার্ত দরিদ্র মানুষের মাঝে ১ম পর্বের কম্বল বিতরণ সম্পন্ন হয় আনোয়ারা উপজেলার ৮ নং চাতরী ইউনিয়নে যার মাধ্যমে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হলো এই গোষ্ঠির।
উপস্থিত ছিলেন ৮নং চাতরী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইয়াছিন হিরু, মেম্বার মোঃ জিয়াউদ্দিন। ৯৪কমার্স বন্ধুদের মধ্যে কাজী আশিক-ই-ওয়াহিদ, জসিম উদ্দিন, মোঃ কামরুজ্জামান, রবিউল আলম, মোঃ হান্নান, মোঃ নুর হোসেন মিঠু।
২য় পর্বের কাজে ৯৪কমার্স সকল বন্ধুদের সহযোগিতার সুবিধার জন্য আগামী ১৫জানুয়ারী মঙ্গলবার মিটিং আহবান করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি