বাঁশখালী টাইমস: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আজ বিকালে পটিয়া উপজেলার কলেজ বাজার এলাকায় বাঁশখালীর কৃতি ফুটবলার, ক্রীড়া সংগঠক, থ্রী স্টার ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা মোজাফফর মোহাম্মদ ছোটন ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাঁশখালীতে শোকের ছায়া নেমে আসে। গভীর শোকে মুহ্যমান তাঁর ভক্ত, শিক্ষার্থী, সহপাঠী ও বন্ধুরা অজস্র শোক বার্তায় ভরিয়ে তুলছেন তার ফেসবুক ওয়াল।
গতকাল তার এক বন্ধুর মৃত্যুর সংবাদ জানাতে গিয়ে ছোটন লিখেন-
“মৃত্যু কখন আসে আল্লাহ ছাড়া কেহ জানে না★★আমরা শোকাহত ★★লেখা ভাষা খুজে পাচ্ছিনা, কি ভাবে শুরু করব,,চোখের চল ধরে রাখতে পারতেছিনা,, এখনো বিশ্বাস হচ্ছে,,কিন্তু সত্য নির্মম কঠিন,আমাদের ছেড়ে চলে গেলেন না পেরার দেশে ছোট ভাই সাদা মনের একজন ছেলে একাডেমীর খেলোয়াড় মোং আয়ুব, আল্লাহ যেন তাহাকে আমার নবীর উচিলায় জান্নাতুল ফেরদৌস দান করে আমিন,,”
দুর্ঘটনায় আরেকজন সিএনজি আরোহী সহ মোট ২ জন নিহত হন। ঐ ব্যক্তির বাড়িও বাঁশখালী বলে জানা গেছে।
ছোটনের বাড়ি শীলকূপ ইউনিয়নে।