এন.এ হেলাল চৌধুরী:
মুহতারাম
আচ্ছালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
“বাঁশখালী কেন্দ্রীয় খানকায়ে হামেদিয়া মজিদিয়া”র উদ্যোগে মরহুম সৈয়দ আহমদুল হক (রহ.)সহ প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যগণের স্মরণে এক ঈসালে সওয়াব মাহফিলের আহবান করা হয়েছে। ঈদের পরদিন তথা আজ ৪ মে বুধবার সকাল ১১ ঘটিকায় হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে সকলের দাওয়াত রইল।
পক্ষে-
আহমদুল ইসলাম চৌধুরী
সভাপতি
বাঁশখালী কেন্দ্রীয় খানকায়ে হামেদিয়া মজিদিয়া