বিশিষ্ট সূফীসাধক আসকর আলী পন্ডিত মরণোত্তর স্বর্ণপদকে ভুষিত হয়েছেন। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পটিয়া ফাউন্ডেশনের তত্তাবধানে অনুষ্ঠিত পটিয়া উৎসবে এই সম্মাননার আয়োজন করা হয়।
আজ ২২ মার্চ ২০২২ ইং তিন দিন ব্যাপী পটিয়া উৎসবে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এই পদক হস্তান্তর করেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। এতে পরিবারের পক্ষে পদক গ্রহণ করেন প্রিমিয়ার ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি।
অনুষ্ঠানে ‘পটিয়ার রত্ন’ হিসেবে স্ব স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৩৩ গুণীজনকে মরণোত্তর স্বর্ণপদক ও ১১ জনকে সম্মাননায় ভূষিত করা হয়।
উল্লেখ্য, উপমহাদেশে সূফীবাদ ও সূফীতত্ত্বের একজন একনিষ্ঠ সাধক হিসেবে আসকর আলী পন্ডিতের গবেষণা ও অবদান অনস্বীকার্য।